বিজ্ঞাপন
ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ এক বিবৃতিতে দাবি করেন, সিরীয় সেনাবাহিনীর উপস্থিতির জবাবেই এই সামরিক অভিযান চালানো হয়েছে। তিনি আরও বলেন, সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় সুইদা শহরে দ্রুজ জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
ঘটনাস্থল থেকে আল জাজিরার স্থানীয় প্রতিনিধি জানান, হামলার পর দামেস্ক আকাশে ড্রোনের গর্জন ও পাল্টা গুলির শব্দ শোনা যায়। সিরীয় সেনারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে পাল্টা প্রতিক্রিয়া জানায়।
উল্লেখ্য, সম্প্রতি সুইদায় সরকারপন্থী বাহিনী ও দ্রুজ যোদ্ধাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ চলছে। সেই উত্তেজনার ধারাবাহিকতায় এই হামলার ঘটনা ঘটল বলে ধারণা করা হচ্ছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...