Logo Logo
বিশ্ব

ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোলুর গ্রেপ্তার, বিক্ষোভে উত্তাল তুরস্ক


Splash Image

ছবি : সংগৃহীত।

তুরস্কের অন্যতম বিরোধী নেতা ও ইস্তাম্বুল শহরের মেয়র একরেম ইমামোলুকে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তাকে প্রথমে আটক করে পরে আদালতের আদেশে মারমারা জেলে পাঠানো হয়েছে।


বিজ্ঞাপন


এই গ্রেপ্তারকে কেন্দ্র করে দেশজুড়ে শুরু হয়েছে তীব্র প্রতিবাদ ও বিক্ষোভ, যা এখন গণআন্দোলনের রূপ নিচ্ছে।

গ্রেপ্তারের পর ইস্তাম্বুল শহরে নেমে এসেছে হাজার হাজার মানুষ। রাজপথ দখল করে তারা টানা পাঁচদিন ধরে বিক্ষোভ করছে। রোববার ওই আন্দোলনে সরাসরি অংশ নেন ইমামোলুর স্ত্রী দিলেক কায়া ইমামোলু। বিক্ষোভরত জনতার উদ্দেশ্যে তিনি বলেন, “এরদোয়ানের সময় শেষ হয়ে এসেছে। এবার তিনি হারবেন।” তিনি দাবি করেন, তার স্বামীকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে এবং দেশের সাধারণ মানুষের সঙ্গেও অবিচার করা হচ্ছে। এর দায় দায়িত্ব রাষ্ট্রপতি রিসেপ তাইয়্যেপ এরদোয়ানকে নিতে হবে।

একরেম ইমামোলু দীর্ঘদিন ধরে প্রেসিডেন্ট এরদোয়ানের কড়া সমালোচক হিসেবে পরিচিত। ইস্তাম্বুল শহরে মেয়র নির্বাচিত হয়ে তিনি সরকারের বিভিন্ন পদক্ষেপের বিরোধিতা করেছেন এবং তা জনগণের স্বার্থে বলেই উল্লেখ করেছেন। বিশ্লেষকদের মতে, এই রাজনৈতিক অবস্থানের কারণেই তাকে অন্যায়ভাবে আটক করা হয়েছে।

ইমামোলুর গ্রেপ্তারের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে তারা বলেছে, “যেভাবে ইমামোলু এবং তার সহকারীদের গ্রেপ্তার করা হয়েছে, তা গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত।” ফ্রান্সের বিবৃতিতে আরও বলা হয়, প্রেসিডেন্ট এরদোয়ান গত ২০ বছর ধরে তুরস্কে শাসন করছেন এবং তিনি বিরোধী কণ্ঠস্বরকে সম্মান করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে বাস্তবে তা পরিপালন করা হচ্ছে না।

ফ্রান্স মনে করে, ইউরোপীয় ইউনিয়নের একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে তুরস্ক যদি ইউরোপের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চায়, তাহলে তাকে বিরোধী রাজনীতির স্বাধীনতা ও গণতন্ত্রের মৌলিক নীতিমালাকে সম্মান জানাতে হবে।

এদিকে, ইমামোলুর সমর্থকেরা দেশজুড়ে একটি প্রতীকী ভোট আয়োজন করেছেন। সিএইচপি (সিএইচপি) দলের সমর্থকরা বিভিন্ন শহরে ব্যালট বাক্স বসিয়ে সাধারণ মানুষের মতামত সংগ্রহ করেন। দলটির দাবি, প্রায় দেড় কোটি মানুষ এই ভোটে অংশ নিয়েছেন। ভোটের দিন বিভিন্ন জায়গায় এত বেশি মানুষের ভিড় হয়েছিল যে, সাড়ে তিন ঘণ্টা সময় বাড়িয়ে ভোট গ্রহণ করতে হয়।

প্রতীকী ভোটে অংশগ্রহণকারী এক কোটি ৩০ লাখ মানুষ ইমামোলুর পক্ষে রায় দিয়েছেন বলে জানিয়েছে সিএইচপি। এই ফলাফল জানার পর ইমামোলু কারাগার থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, “দেশের মানুষ এরদোয়ানকে একটি বার্তা দিয়েছে। অনেক হয়েছে, আর না।”

একরেম ইমামোলু ২০১৯ সালে প্রথমবারের মতো ইস্তাম্বুল শহরের মেয়র নির্বাচিত হন। এরপর জনগণের সমর্থন নিয়ে গত বছর পুনর্নির্বাচিত হন। বর্তমানে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা হলেও বিরোধী দল ও সমর্থকদের মতে, এটি একটি রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া আর কিছুই নয়।

আরও পড়ুন

কুয়াকাটায় ঝোপের মধ্যে থেকে যুবকের লাশ উদ্ধার
কুয়াকাটায় ঝোপের মধ্যে থেকে যুবকের লাশ উদ্ধার
ভালুকায় বজ্রপাতে এক ব্যক্তি নিহত
ভালুকায় বজ্রপাতে এক ব্যক্তি নিহত