বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৭ ই জুলাই) বিকালে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণের আয়োজনে বজ্রগোপাল টাউন হল রুমে প্রতিষ্ঠাবার্ষিকী ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠাবার্কী সমাবেশে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণের সভাপতি মুহাম্মদ আবু তাহের সিকদারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ ফায়সাল আহমেদ'র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী মুহাম্মদ আতিকুর রহমান মুজাহিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওঃ মুহাম্মদ রফিকুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ পীরসাহেব চরমোনাই কর্তৃক মনোনীত ভোলা-০৪ (চরফ্যাশন - মনপুরার) এমপি পদপার্থী অধ্যাপক, রসুলপুর ডিগ্রি কলেজ,ও ঢাকা হজ গ্রুপের চেয়ারম্যান এ এম এম কামাল উদ্দিন,
ইসলামি আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণের প্রধান উপদেষ্টা হাজী আলাউদ্দিন তালুকদার, সভাপতি মুফতী মুহাম্মদ নুরুদ্দীন, সেক্রেটারি মাওঃ মুহাম্মদ আব্বাসউদ্দীন,
এছাড়াও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ উপস্থিতি ছিলেন।
এসময় বক্তারা বলেন, বাংলাদেশে চাঁদাবাজদের কোনো ঠাঁই হবে না ইনশাআল্লাহ। যেখানে চাঁদাবাজদের দেখবেন, সেখানেই তাদের ধরে পুলিশের হাতে দিন। কেউ আইন নিজের হাতে তুলে নিবেন না। চাঁদাবাজির বিরুদ্ধে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। দেশের প্রতিটি মানুষকে চাঁদাবাজদের রুখে দাঁড়াতে হবে। আসুন, অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় নামি এবং চাঁদাবাজদের হাত থেকে মানুষকে রক্ষা করি।
তারা আরও বলেন, দেশে এমন নৃশংস ঘটনা কখনোই কাম্য নয়। হত্যাকরীরা শুধু হত্যা করেই ক্ষান্ত হয়নি, লাশের ওপর বর্বর নিত্য করেছে এটা আইয়ামে জাহেলিয়াতের চিত্র। তাই সন্ত্রাসী চাঁদাবাজ দখলদারিত্ব, সন্ত্রাসীদের কালো হাত ভেঙ্গে - গুঁড়িয়ে দিতে হবে। এসবের বিরুদ্ধে আমাদের নেতা চরমোনাই পীরের নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। ইসলামি আন্দোলন বাংলাদেশের ভোলা-০৪ আসনের সংসদ সদস্য পীর সাহেব কর্তৃক মনোনীত প্রার্থী বলেন, আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে আমি চরফ্যাশন ও মনপুরা উপজেলাকে পর্যটন উপজেলা হিসাবে গড়ে তুলব, ইনশাআল্লাহ। সমাবেশের আগে ভোলা-০৪ আসনের মনোনীত প্রার্থীকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেওয়া হয়।
দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাবেশটি শেষ করা হয়।
আছর বাদ খাসমহল মসজিদের সামনে থেকে একটি শুভেচ্ছা মিছিল বের হয়ে মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনোরায় একই স্থানে এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা করেন- ০৪ আসনের মনোনীত প্রার্থী এ এম এম কামাল উদ্দিন।
প্রতিবেদক- রিয়াজ উদ্দিন