বিজ্ঞাপন
শনিবার (১৯ জুলাই) রাত ৮টা থেকে রোববার (২০ জুলাই) সকাল ৬টা পর্যন্ত জেলাজুড়ে কারফিউ বলবৎ থাকবে বলে জানিয়েছেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।
শনিবার বিকেল পৌনে ৫টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে পাঠানো এক সরকারি সংবাদ বিজ্ঞপ্তিতে কারফিউ জারির বিষয়টি নিশ্চিত করা হয়।
এর আগে শনিবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ সাময়িকভাবে শিথিল করা হলেও শহরের রাস্তাঘাট ছিল অনেকটাই ফাঁকা। জনমনে আতঙ্ক ও উদ্বেগ থাকায় সাধারণ মানুষের চলাচল ছিল সীমিত।
জুলাই মাসজুড়ে চলমান রাজনৈতিক উত্তেজনার অংশ হিসেবে গত বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ওই কর্মসূচিকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কয়েক দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় গোটা শহর।
পাঁচ ঘণ্টাব্যাপী ভয়াবহ ওই সংঘাতে অন্তত চারজন নিহত হন। পরে আহতদের মধ্যে একজন বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় এনসিপির কেন্দ্রীয় নেতারা গোপালগঞ্জে অবরুদ্ধ হয়ে পড়লে পরে সেনাবাহিনীর সাঁজোয়া যান ব্যবহার করে তারা শহর ত্যাগ করেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রথমে জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে ১৪৪ ধারা জারি করা হয়। পরবর্তীতে বুধবার সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্ণাঙ্গ কারফিউ জারি করে জেলা প্রশাসন।
এরপর কারফিউ না তুলে বরং সেটিকে পর্যায়ক্রমে বাড়ানোর সিদ্ধান্ত নেয় সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত তিন ঘণ্টার বিরতি দিয়ে কারফিউ অব্যাহত থাকবে।
পরবর্তীতে শুক্রবার বিকেলে নতুন নির্দেশনা আসে—কারফিউয়ের মেয়াদ শনিবার সকাল ৬টা পর্যন্ত বাড়ানো হয়েছে। এরপর রাত ১১টার দিকে জেলা প্রশাসন জানায়, শনিবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে।
তবে সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, শনিবার রাত ৮টা থেকে আবারও কঠোর কারফিউ জারি থাকবে রোববার সকাল ৬টা পর্যন্ত।
জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী জানায়, পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত গোপালগঞ্জে কঠোর নজরদারি বজায় রাখা হবে। জরুরি প্রয়োজন ছাড়া কাউকে ঘরের বাইরে না যেতে এবং সকলকে প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
প্রতিবেদক- শিহাব উদ্দিন, গোপালগঞ্জ।
জনপ্রিয়
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...