Logo Logo
বাংলাদেশ

অস্ত্র-ককটেল দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন


Splash Image

খুলনার পাইকগাছায় অস্ত্র, ককটেল ও মাদকদ্রব্য দিয়ে ষড়যন্ত্রমূলকভাবে বাবা, ছেলে ও ভাইপোকে গ্রেপ্তারের প্রতিবাদ এবং দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


রবিবার বিকেলে উপজেলার নতুন বাজারস্থ প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তৃতা দিতে গিয়ে প্রতিপক্ষ মোখলেছুর রহমান কাজল ভুক্তভোগীদের হাত থেকে মাইক্রোফোন কেড়ে নিয়ে উত্তেজনা সৃষ্টি করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন মটবাটী দাখিল মাদ্রাসার সুপার ও জামায়াত নেতা মাওলানা আমিনুল ইসলাম, বিপ্লব সরকার, রিংক মণ্ডল, দিপালী বিশ্বাসসহ অনেকে। ভুক্তভোগী পরিবারের সদস্যরা কাঁদতে কাঁদতে ঘটনার বর্ণনা দেন। মানববন্ধনের সভাপতিত্ব করেন নির্মল বিশ্বাস।

বক্তারা জানান, গত ৮ জুলাই উপজেলার মটবাটী গ্রামের রসময় বিশ্বাসের (৫৮) জ্বালানি রাখা ভাঙা ঘর থেকে একটি দেশি পাইপগান, ককটেল ও ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করে পুলিশ ও সেনা সদস্যরা। এসময় রসময় বিশ্বাস, তার ছেলে প্রিতম বিশ্বাস (৩০) ও ভাইপো দেব্রত বিশ্বাসকে (২৯) গ্রেপ্তার করা হয়।

মানববন্ধনে অভিযোগ করা হয়, প্রতিবেশী দিলীপ ও তার সহযোগীদের সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। তারাই আইনশৃঙ্খলা বাহিনীকে সংবাদ দিয়ে ফাঁসানোর জন্য এসব অস্ত্র-ককটেল ঘরে রেখে দিয়েছে।

এদিকে মানববন্ধন চলাকালে ভুক্তভোগী রসময় বিশ্বাসের স্ত্রী বক্তৃতা দিচ্ছিলেন। এ সময় দিলীপের সহযোগী মোখলেছুর রহমান কাজল তার হাত থেকে জোর করে মাইক্রোফোন ছিনিয়ে নেয় এবং শত শত মানুষের সামনে ভয়ভীতি প্রদর্শন করে হুমকি দিয়ে চলে যায়।

-পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

আরও পড়ুন

সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে ববি কর্মকর্তার কাছে চাঁদা দাবির অভিযোগ
সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে ববি কর্মকর্তার কাছে চাঁদা দাবির অভিযোগ
গোপালগঞ্জে ১৪৪ ধারা ও কারফিউ প্রত্যাহার –  অভিযান চলমান
গোপালগঞ্জে ১৪৪ ধারা ও কারফিউ প্রত্যাহার – অভিযান চলমান