বিজ্ঞাপন
ঢাকায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের মিশন চালুর জন্য অন্তর্বর্তী সরকার সমঝোতা স্মারক সই করায় প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর আমীর ও ছারছীনা দরবার শরীফের পীর সাহেব মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা.জি.আ.)।
শনিবার (২৬ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই প্রতিবাদ জানিয়েছেন এবং মিশনটি বাতিল না করলে কঠোর কর্মসূচি দেয়ার হুমকি দেন।
বিবৃতিতে তিনি বলেন, “মার্কিন স্বার্থে জাতিসংঘের মানবাধিকার অফিস এ দেশে থাকা উচিত নয়। এটি এ দেশের সর্বস্তরের ওলামায়ে কেরামের নীতিগত সিদ্ধান্ত।”
তিনি আরও বলেন, “যুদ্ধবিধ্বস্ত দেশগুলোতে জাতিসংঘের মানবাধিকার অফিস থাকে, কিন্তু বাংলাদেশ কোনো যুদ্ধপীড়িত দেশ না হওয়া সত্ত্বেও তাদের অফিস করতে চাওয়া রহস্যজনক।"
এছাড়া, মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন যুক্তি দেন, "জাতিসংঘের মানবাধিকার কমিশন বারবার বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদের ওপর সংঘটিত বর্বর গণহত্যা নিয়ে কোন বিবৃতি দেয়নি। তাহলে তারা মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে কখনো উদ্বেগ প্রকাশ করল না কেন?"
তিনি দ্ব্যার্থহীনভাবে বলেন, "জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস বাংলাদেশ থেকে অতিদ্রুত অপসারণ করা হোক।
প্রতিবেদক- নাছরুল্লাহ আল কাফী
জনপ্রিয়
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...