Logo Logo

কক্সবাজারের ইয়াবা কারবারি গ্রেপ্তার

গ্রেপ্তার কক্সবাজারের ইয়াবা কারবারি: নোয়াখালীতে মাদক পাচার চক্র ভাঙলো পুলিশ!


Splash Image

নোয়াখালী চাটখিল বাজার থেকে কক্সবাজারের এক ইয়াবা কারবারিকে ৯৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘদিন ধরে ইয়াবা পাচার করে আসছিলেন তিনি। পুলিশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।


বিজ্ঞাপন


২৬ জুলাই ২০২৫, শনিবার, নোয়াখালী চাটখিল থেকে কক্সবাজারের এক ইয়াবা কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামি মো. কাজল (৪০), কক্সবাজার পৌরসভার মোহাজের পাড়া এলাকার মনছুর আলমের ছেলে, ৯৫০ পিস ইয়াবাসহ ধরা পড়েন।

শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চাটখিল বাজারের আনিতাশ ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করে। কাজল দীর্ঘদিন ধরে কক্সবাজার-টেকনাফ সীমান্ত এলাকা থেকে ইয়াবা এনে নোয়াখালীর বিভিন্ন উপজেলায় সরবরাহ করে আসছিলেন।

চাটখিল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দীন চৌধুরী জানান, “এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নেওয়া হয়েছে এবং আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

-গিয়াস রনি, নোয়াখালি প্রতিনিধি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...