বিজ্ঞাপন
২৬ জুলাই ২০২৫, শনিবার সকাল ১১টায় কুয়াকাটা ট্যুরিজম পার্ক সংলগ্ন মেরী ড্রাইভ সড়কে "কুয়াকাটা বাঁচাও, পর্যটন বাঁচাও" স্লোগানকে সামনে রেখে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শতাধিক লোকের উপস্থিতিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়, যেখানে বিভিন্ন স্থানীয় সংগঠন এবং ব্যবসায়ী, পর্যটন সংশ্লিষ্ট সদস্যরা অংশ নেন।
এতে কুয়াকাটা প্রেসক্লাব, কুয়াকাটা পৌর বিএনপি, কুয়াকাটা হোটেল-মোটেল এমপ্লিয়জ এসোসিয়েশন, কুয়াকাটা ট্যুর অপারেটর এসোসিয়েশন (টোয়াক), কুয়াকাটা ভয়েস ক্লাব, কুয়াকাটা খাবার রেস্টুরেন্ট মালিক সমিতি, কুয়াকাটা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি, কুয়াকাটা ট্যুর গাইড অ্যাসোসিয়েশন, কুয়াকাটা শিল্পী গোষ্ঠী সহ আরও বহু স্থানীয় বাসিন্দা অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, "অব্যাহত সৈকত ভাঙন এবং পরিবেশের ক্ষতির কারণে কুয়াকাটার সৌন্দর্য হারাচ্ছে, যার ফলে পর্যটকদের আগ্রহ কমে যাচ্ছে এবং কুয়াকাটার পর্যটন অর্থনীতি হুমকির সম্মুখীন হচ্ছে।" তারা দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানান, অন্যথায় কুয়াকাটা বিলীন হয়ে যাবে।
প্রতি বছর অমাবস্যা এবং পূর্ণিমার জোয়ারের সময় সাগরের প্রকাণ্ড ঢেউগুলো সৈকতের পরিধি ছোট করে দিচ্ছে, যার ফলে ট্যুরিজম পার্কসহ গুরুত্বপূর্ণ স্থানগুলো ঝুঁকিতে পড়ছে।
এছাড়া, বক্তারা কুয়াকাটার উন্নয়নে আরও কিছু দাবিও উত্থাপন করেন, যেমন "বর্জ্য ব্যবস্থাপনা উন্নতকরণ, অবৈধ দখলমুক্তকরণ, এবং ট্যুরিস্ট ফ্যাসিলিটিজ বৃদ্ধির জন্য সরকারের জরুরি হস্তক্ষেপ।"
এটি ছিল ঘণ্টাব্যাপী মানববন্ধন, যেখানে অংশগ্রহণকারীরা প্ল্যাকার্ড ও ব্যানার হাতে সৈকত রক্ষার দাবি জানান। বক্তারা বলেন, "কুয়াকাটা আমাদের জাতীয় সম্পদ, একে রক্ষা করা সবার দায়িত্ব।
-জাকারিয়া জাহিদ, কুয়াকাটা প্রতিনিধি।
জনপ্রিয়
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...