Logo Logo

ডিসি অফিসের কর্মচারীর বিরুদ্ধে দুদকে মামলা চলমান, সাংবাদিকদের জিজ্ঞাসা

সচিবের কাছে ঠাকুরগাঁও ডিসি অফিসের কর্মচারীর দুর্নীতির অভিযোগ করলেন সাংবাদিকরা


Splash Image

ঠাকুরগাঁওয়ে বৃক্ষরোপন কর্মসূচিতে শ্রম মন্ত্রনালয়ের সচিবকে প্রশ্ন তুলে সাংবাদিকরা ঠাকুরগাঁও ডিসি অফিসের কর্মচারী শহিদুল ইসলামকে দুর্নীতির অভিযোগে প্রশ্ন করেছেন। শহিদুল ইসলামকে পুনরায় নিযুক্ত করার বিষয়ে প্রশ্ন উঠেছে।


বিজ্ঞাপন


২৬ জুলাই ২০২৫, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে এক বৃক্ষরোপন কর্মসূচিতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান বলেছেন, “ঠাকুরগাঁও জেলাকে পর্যায়ক্রমে শিশু শ্রম মুক্ত ঘোষণা করা হবে।” তিনি আরও জানান, শ্রমিকদের ন্যায্য মজুরি ও নিরাপত্তা নিশ্চিত করতে নতুন আইন প্রণয়নের প্রস্তাবনা করা হয়েছে, যাতে শ্রমিকদের অধিকার বাস্তবায়ন করা যাবে।

তবে তার বক্তব্যের পর জেলা শহরের সাধারণ মানুষ এবং সাংবাদিকরা সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক) মাধ্যমে প্রতিবাদ ও প্রতিক্রিয়া জানাতে শুরু করেন। তারা প্রশ্ন তুলেছেন, “ঠাকুরগাঁও কি সত্যিই শিশু শ্রম মুক্ত হয়েছে?” এক সংবাদ কর্মী জোহা লিখেন, “শিশু শ্রম মুক্তের ঘোষণা ভালো, কিন্তু বাস্তবে কী শিশু শ্রম বন্ধ হয়েছে?”

এছাড়াও, সাংবাদিক নেতারা শহিদুল ইসলামের দুর্নীতি সম্পর্কিত প্রশ্ন তুলে থানায় অভিযোগ দায়ের করেছেন। তারা বলেন, “ঠাকুরগাঁও ডিসি অফিসের সাবেক কর্মচারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক শহিদুল ইসলামকে দুর্নীতির কারণে বদলি করা হয়, কিন্তু তাকে আবার হরিপুর উপজেলা পরিষদের পদে কেন নিযুক্ত করা হলো?”

এ বিষয়ে শ্রম মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান বলেন, “জনপ্রশাসন মন্ত্রণালয় শহিদুল ইসলামের বিষয়ে খতিয়ে দেখবে।” জেলা প্রশাসক ইশরাত ফারজানা বলেন, “দুদকে শহিদুল ইসলামের বিরুদ্ধে মামলা চলমান রয়েছে, আমরা তার কার্যক্রম নজরদারিতে রেখেছি।”

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক ওমর মো: ইমরুল মহসিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা।

শেষে, অনুষ্ঠানে বৃক্ষরোপন এবং শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

-মোঃ হুমায়ুন কবির রেজা ঠাকুরগাঁও

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...