Logo Logo

সন্ত্রাস, চাঁদাবাজ ও নৈরাজ্যের প্রতিবাদে বৃহত্তর চকবাজার ব্যবসায়ী কল্যাণ ফেডারেশনের মানববন্ধন


Splash Image

বন্দর নগরী চট্টগ্রামের অন্যতম গুরুত্বপূর্ণ একটা জোন চকবাজার এলাকা


বিজ্ঞাপন


চট্টগ্রামের শিক্ষা,চিকিৎসা ও ব্যবসায়ী জোন হিসেবে পরিচিত চকবাজার এলাকায়

অব্যাহত সন্ত্রাস,চাঁদাবাজ ও ফুটপাত দখল করে হকার বসিয়ে চাঁদাবাজি, কলেজ,ইউনিভারসিটির মেয়েদেরকে ইভটিজিং করে যাচ্ছে দুষ্কৃতকারী বখাটে হকাররা। উপরোক্ত সমস্যা নিরসনের লক্ষ্যে চকবাজারের ২২টি মার্কেট ও ব্যবসায়ী সমিতির উদ্যোগে আজকে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সোমবার (২৮ জুলাই) সকাল ৯ টায় চট্টগ্রাম নগরীর চকবাজার গুলজার মোড়ে বৃহত্তর চকবাজার ব্যবসায়ী কল্যাণ ফেডারেশনের সভাপতি কামাল উদ্দিন সভাপতিত্বে, সাধারণ সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান আসাদের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

এসময় সকাল ৯ টা থেকে ১১ টা পর্যন্ত সকল মার্কেটের দোকান পাট বন্ধ রেখে ব্যাবসায়ীরা এই প্রতিবাদী মানববন্ধনে অংশগ্রহণ করেন।

ব্যাবসায়ী নেতারা বলেন, বিগত ১৬ বছর যাবত চট্টগ্রামের ঐতিহ্যবাহী চকবাজারের ব্যবসায়ীরা স্বৈরাচারের দোসরদের হাতে এক প্রকার জিম্মি ছিলো।

৫ আগষ্ট ২০২৪ এর পটপরিবর্তনের পর মনে করেছিলেন এই এলাকায় ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি হবে কিন্তু না স্বৈরাচারের দোসররা মুখোশ পাল্টিয়ে অন্য সংগঠনের আড়ালে আবারো সক্রিয় হয়ে, সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজি সৃষ্টি করে এই এলাকায় ব্যবসার পরিবেশ বিনষ্ট করছে এবং ব্যবসায়ীদের বিভিন্নভাবে জিম্মি করে হুমকি দিয়ে যাচ্ছেন।

আজকের মানববন্ধন থেকে চকবাজারের ব্যবসায়ীরা প্রতিশ্রুতি দিয়েছেন যে কোন কিছুর বিনিময়ে চকবাজারের ব্যবসা সহ বিষয়প সুন্দর পরিবেশ বজায় রাখার জন্যে লড়াই চালিয়ে যাবে।

ব্যবসায়ীরা বলেন, সন্ত্রাস , চাঁদাবাজ ও দুর্নীতি প্রতিরোধে আমাদের সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।

চকবাজারকে ভাসমান হকার ও যানজট মুক্ত রাখার জন্য প্রশাসনের আন্তরিক সহযোগিতা প্রশংসনীয়।

এসময় বক্তব্য রাখেন কেয়ারী ইলিশিয়ামের সভাপতি লায়ন নুরুল আবছার,সাফ আমিন মার্কেটের সাধারণ সম্পাদক হাফিজ জামাল, জামাল উদ্দিন, গুলজার টাওয়ার মার্কেটের সভাপতি শাখাওয়াত হোসেন রাহুল, মতি টাওয়ার মালিক সমিতির সাধারণ সম্পাদক সমির কান্তি পায়ক, প্রমুখ।

-এ এম রিয়াজ কামাল হিরণ, চট্টগ্রাম

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...