Logo Logo

পাইকগাছায় রহস্যময় মৃত্যুর ঘটনা, হোটেল থেকে বৃদ্ধের লাশ উদ্ধার


Splash Image

খুলনার পাইকগাছায় হোটেল আল-মদিনার ২৮ নং কক্ষ থেকে বৃদ্ধ শেখ বদরুজ্জামানের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। দীর্ঘদিন ধরে হোটেলে অবস্থান করতেন তিনি। মৃত্যুর কারণ এখনও রহস্যাবৃত।


বিজ্ঞাপন


খুলনার পাইকগাছায় হোটেল আল-মদিনার ২৮ নং কক্ষ থেকে এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মৃত ব্যক্তির নাম শেখ বদরুজ্জামান (৬৫)। তিনি আশাশুনির দরগাপুর গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে। প্রায় ৮-৯ বছর ধরে তিনি হোটেল আল-মদিনায় ২৮ নং কক্ষে বসবাস করছিলেন, তবে কেন তিনি হোটেলে থাকতেন তা জানেন না স্থানীয়রা।

হোটেল আল-মদিনার ম্যানেজার জসিম খান জানিয়েছেন, গত শনিবার রাত ১১ টায় তার সাথে শেষ কথা হয় এবং রবিবার সারাদিন তিনি হোটেল থেকে বের হননি। আজ সকাল সাড়ে ৯টার দিকে তার রুম থেকে কোনো সাড়া না পেয়ে ম্যানেজার তার ভাইপোকে ফোন করেন এবং থানায় খবর দেন।

শেখ বদরুজ্জামানের ভাইপো সামি বলেন, "আমার চাচা হার্ড এবং ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। চিকিৎসা সুবিধার জন্য তিনি দীর্ঘদিন পাইকগাছা বাজারের হোটেল আল-মদিনায় থাকতেন। আজ সকালে হোটেল ম্যানেজারের ফোন পেয়ে আমি পাইকগাছায় আসি। পুলিশ দরজা ভেঙে রুমে প্রবেশ করলে বাথরুমে মৃত অবস্থায় আমার চাচাকে পড়ে থাকতে দেখি।"

পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নিচ্ছে এবং মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য তদন্ত চলছে।

-পাইকগাছা, হোটেল আল-মদিনা

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...