Logo Logo

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু


Splash Image

সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের চেচান এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক মোটরসাইকেল আরোহী।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (৩১ জুলাই ২০২৫) দুপুর আনুমানিক ২টা ৩৫ মিনিটে ছাতক থানাধীন দক্ষিণ খুরমা ইউনিয়নের চেচান গ্রামের এম.এ. শহিদ হাউজের বিপরীত পাশে এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সুনামগঞ্জগামী একটি মোটরসাইকেল (রেজিঃ নম্বর: সিলেট মেট্রো-ল-১২-০৩৫৯) ও বিপরীতমুখী সিলেটগামী একটি অজ্ঞাত গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নিহত হন।

নিহতের নাম মো. আবু সালেক (পিতা- মকবুল হোসেন, মাতা- হাফিজা বেগম)। তিনি সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানার আমড়িয়া গ্রামের (পোস্ট: বাদাঘাট) স্থায়ী বাসিন্দা ছিলেন।

পুলিশ জানায়, দুর্ঘটনার সময় মোটরসাইকেলটি সুনামগঞ্জ অভিমুখে যাচ্ছিল। সংঘর্ষের পরপরই জয়কলস হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

এই ঘটনায় আর কারও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

প্রতিবেদক - খন্দকার শহীদুল ইসলাম, সুনামগঞ্জ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...