বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর ১টা ৩০ মিনিটে রামু ব্যাটালিয়নের অধীনস্থ মরিচ্যা যৌথ চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির সদস্যরা টেকনাফ থেকে চট্টগ্রামের পটিয়াগামী একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালান। সন্দেহভাজন হিসেবে আটক করা হয় ট্রাকচালক ও তার সহযোগীকে।
আটককৃতরা হলেন—চট্টগ্রাম জেলার ভূজপুর উপজেলার পাগলি ছড়ি এলাকার মৃত নূর আহম্মদের পুত্র মোঃ আব্দুল কাশেম (৫৭) এবং পটিয়া উপজেলার কচুয়াই এলাকার মৃত ছাবের আহম্মদের পুত্র মোঃ নুরুল হক (৫৮)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদকের বিষয়টি অস্বীকার করলেও ট্রাকের হেডলাইট কভারের ভিতর বিশেষ কৌশলে লুকানো অবস্থায় পাওয়া যায় বিপুল পরিমাণ ইয়াবা।
পরে পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি করে ৩০ লাখ টাকা মূল্যের ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ।
তিনি আরও জানান, রামু ব্যাটালিয়ন শুধুমাত্র সীমান্ত সুরক্ষা নয়, বরং মাদকদ্রব্য, চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও আন্তঃরাষ্ট্রীয় অপরাধ প্রতিরোধে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে, যা বেসামরিক পরিমণ্ডলে প্রশংসিত হয়েছে।
আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন এবং জব্দকৃত ইয়াবা পরবর্তী আইনি ব্যবস্থার জন্য হস্তান্তর করা হবে।
সীমান্ত নিরাপত্তা ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।
প্রতিবেদক - মোহাম্মদ শাহজাহান, রামু, কক্সবাজার।
জনপ্রিয়
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...