Logo Logo

“জুলাইয়ের মায়েরা” : নড়াইলে অভিভাবক সমাবেশ ও প্রামাণ্যচিত্র প্রদর্শন


Splash Image

নড়াইলে “জুলাইয়ের মায়েরা”-কে ঘিরে অনুষ্ঠিত হলো এক আবেগঘন ও শ্রদ্ধাভরা অভিভাবক সমাবেশ, আলোচনা সভা এবং প্রামাণ্যচিত্র প্রদর্শনী।


বিজ্ঞাপন


শনিবার (২ আগস্ট) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এই ব্যতিক্রমী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে শুরু হওয়া অনুষ্ঠানে, জুলাই আন্দোলনে আহতদের ও তাঁদের পরিবারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জেলা প্রশাসক। এরপর প্রদর্শিত হয় “জুলাইয়ের মায়েরা” শীর্ষক প্রামাণ্যচিত্র, যা উপস্থিত সবাইকে আবেগাপ্লুত করে তোলে। শহীদ সন্তানদের স্মরণে প্রামাণ্যচিত্রে উঠে আসে সেইসব মায়েদের সংগ্রাম, আত্মত্যাগ এবং নিঃস্বার্থ ভালোবাসার চিত্র।

আলোচনা পর্বে অংশ নেন আন্দোলনকারী পরিবার ও সংশ্লিষ্টরা। বক্তব্য রাখেন ছাত্র প্রতিনিধি মো. মিনহাজুল ইসলাম, শহীদ পরিবারের সদস্য টিপু সুলতান, নূর ইসলাম, তারা মিয়া এবং শহীদ যোদ্ধার ভাই শফিকুর রহমান প্রমুখ। বক্তারা “জুলাইয়ের মায়েরা”-কে এই জাতির আত্মত্যাগের প্রতীক হিসেবে বর্ণনা করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জুবায়ের আহম্মেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরাফাত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আহসান মাহমুদ রাসেল, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু, নড়াইল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি অ্যাড. আজিজুল ইসলাম, কোষাধ্যক্ষ মোস্তফা কামাল, সাংস্কৃতিক সম্পাদক মুন্সী আসাদুর রহমান, কার্যনির্বাহী সদস্য সাইফুল ইসলাম তুহিন, দপ্তর সম্পাদক মো. নূরুন্নবী সামদানীসহ ছাত্র নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, “জুলাইয়ের মায়েরা” শুধু সন্তান জন্ম দেননি, তাঁরা দেশমাতৃকার জন্য বুকের ধন উৎসর্গ করেছেন অকুণ্ঠ সাহসে। তাঁদের আত্মত্যাগ জাতির ইতিহাসে অমর হয়ে থাকবে। বক্তারা এই ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার অনুরোধ জানান।

প্রামাণ্যচিত্রে উঠে আসে মায়েদের জীবনের নানা অধ্যায়—সন্তান হারানোর বেদনা, সেই সঙ্গে গর্ব ও সমাজে তাঁদের অবদান। “জুলাইয়ের মায়েরা” একদিকে যেমন মমতার প্রতীক, তেমনি অন্যদিকে তাঁরা আমাদের জাতিসত্তার অনন্য এক অধ্যায়।

প্রতিবেদক - মো. নূরুন্নবী সামদানী, নড়াইল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...