Logo Logo

কপোতাক্ষ নদে অজ্ঞাতপরিচয় বৃদ্ধের লাশ উদ্ধার


Splash Image

খুলনার পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের দেবদুয়ার এলাকায় কপোতাক্ষ নদ থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে।


বিজ্ঞাপন


রোববার (৩ আগস্ট) সকাল ১০টার দিকে দেবদুয়ার ধরম পীরের দরগা সংলগ্ন নদীতে লাশটি ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে কয়েকজন গ্রামবাসী দরগা সংলগ্ন স্থানে নদীর পানিতে লাশটি ভাসতে দেখেন। মুখ ও বুক পানির নিচে থাকায় তাৎক্ষণিকভাবে মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

খবর পেয়ে পাইকগাছা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রিয়াদ মাহমুদ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, “লাশ ভাসতে দেখার খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে রওনা দিই এবং নৌ পুলিশকে বিষয়টি জানাই।”

পরে দুপুর সোয়া ২টার দিকে নৌ পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুর সবুর স্থানীয়দের সহায়তায় লাশটি উদ্ধার করেন। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে লাশটি ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে বলে তিনি জানান।

এসআই আব্দুর সবুর বলেন, “প্রাথমিকভাবে মৃতদেহের পরিচয় শনাক্ত করা যায়নি। বয়স আনুমানিক ৬৫ থেকে ৭০ বছরের মধ্যে হতে পারে বলে ধারণা করছি। নদীর স্রোতের বিবেচনায় বলা যায়, এটি অন্য কোথাও থেকে ভেসে এসেছে।”

লাশ উদ্ধারের ঘটনাটি স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। অনেকেই এটিকে নিছক দুর্ঘটনা বলে মনে করছেন না, বরং রহস্যজনক মৃত্যু বলেই আশঙ্কা করছেন। তবে পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে কিছু বলা যাচ্ছে না।

পাইকগাছা থানা সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির পরিচয় শনাক্তে প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

প্রকিবেদক - আসাদ ইসলাম, পাইকগাছা, খুলনা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...