Logo Logo

ভোক্তাপর্যায়ে এলপি গ্যাস ও অটোগ্যাসের দাম কমাল বিইআরসি


Splash Image

ভোক্তাপর্যায়ে আবারও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপি গ্যাস) এবং অটোগ্যাসের দাম কমানো হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) রোববার (৩ আগস্ট) নতুন এই দাম ঘোষণা করেছে, যা একইদিন সন্ধ্যা থেকে কার্যকর হবে।


বিজ্ঞাপন


বিইআরসি জানিয়েছে, ভোক্তাপর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ৯১ টাকা কমিয়ে ১ হাজার ২৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে। এর ফলে সাধারণ ব্যবহারকারীরা স্বস্তি পাবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

একইসঙ্গে পরিবহনখাতে ব্যবহৃত অটোগ্যাসের দামও প্রতি লিটার ৪ টাকা ১৮ পয়সা কমিয়ে ৫৮ টাকা ২৮ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ২ জুলাই ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৯ টাকা কমিয়ে ১ হাজার ৩৬৪ টাকা করা হয়েছিল। একই সময়ে অটোগ্যাসের দাম প্রতি লিটার ১ টাকা ৮৪ পয়সা কমিয়ে ৬২ টাকা ৪৬ পয়সা নির্ধারণ করা হয়।

গ্যাসের আন্তর্জাতিক বাজারদর এবং ডলারের রেট বিবেচনায় প্রতি মাসেই ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের দাম পুনঃনির্ধারণ করে থাকে বিইআরসি। বেসরকারিভাবে আমদানিকৃত প্রোপেন ও বিউটেনের গড় মূল্য, এলসির বিনিময় হার এবং অন্যান্য খরচ যুক্ত করেই এ মূল্য নির্ধারণ করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...