Logo Logo

মাদক সেবনে বাঁধা দেয়ায় হাতুড়ি পেটায় পা ভাঙ্গলো ব্যবসায়ীর, এলাকাবাসীর বিক্ষোভ


Splash Image

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় মাদক সেবনে বাধা দেওয়ায় আব্দুল হাই খান (৪২) নামে এক ব্যবসায়ীকে হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে।


বিজ্ঞাপন


রোববার (৩ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার বালিপাড়া ইউনিয়নের পশ্চিম বালিপাড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, পশ্চিম বালিপাড়া গ্রামের জসিম খান (২৩) ও রাকিব সেফাই (২২) রাস্তার পাশে প্রকাশ্যে মাদক সেবন করছিল। এ সময় স্থানীয় ব্যবসায়ী আব্দুল হাই খান তাদের নিষেধ করলে উভয়েই উত্তেজিত হয়ে উঠে। পরে তারা হাতুড়ি ও লোহার রড দিয়ে আব্দুল হাইয়ের দুই পা ভেঙে দেয় এবং মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে।

রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা আহত আব্দুল হাইকে উদ্ধার করে প্রথমে ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহতের বাবা আশরাফ আলী জানান, “দুই-তিন দিন আগেও মাদক সেবন নিয়ে জসিম ও রাকিবের সঙ্গে বাকবিতণ্ডা হয়েছিল। আজ তারা কিছু না বলেই হামলা চালায়। কিছুদিন আগে আমার কাছ থেকে দুই লক্ষ টাকা চাঁদা চেয়েছিল। এই ছেলেরা এলাকায় মাদক ব্যবসার সঙ্গে যুক্ত।”

এদিকে ঘটনার পর থেকে অভিযুক্তদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তাদের দাবি, জসিম ও রাকিব দীর্ঘদিন ধরে এলাকায় চিহ্নিত মাদকসেবী ও অপরাধী হিসেবে পরিচিত। তারা স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল এবং একাধিক চুরিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে অংশ নিয়েছে।

এ ঘটনায় রোববার বিকাল ৪টায় এলাকাবাসী একটি বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভে বক্তব্য রাখেন পশ্চিম বালিপাড়ার দফাদার আল আমিন গাজী, পল্লী চিকিৎসক জিয়াউর রহমান লিয়াকত, স্থানীয় বাসিন্দা আব্দুল বারেক হাওলাদারসহ আরও অনেকে।

বক্তারা বলেন, “মাদক ও চুরির বিরুদ্ধে প্রতিবাদ করায় আব্দুল হাইকে হামলার শিকার হতে হয়েছে। প্রশাসনের কাছে আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”

ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মারুফ হোসেন বলেন, “এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এলাকাবাসীর অভিযোগ, প্রশাসনের নিরব ভূমিকার সুযোগে এই অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে। তারা দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার ও এলাকায় মাদকবিরোধী কার্যক্রম জোরদারের দাবি জানিয়েছেন।

প্রতিবেদক - নাছরুল্লাহ আল কাফী, পিরোজপুর।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...