Logo Logo

নড়াইলে পদযাত্রা ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম


Splash Image

জুলাই–আগস্ট “র্মাচ ফর জাস্টিস’ কর্মসূচির অংশ হিসেবে নড়াইলে পদযাত্রা ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ।


বিজ্ঞাপন


সোমবার (৪ জুলাই) দুপুরে নড়াইল জজ কোর্ট অঙ্গনে এই র্কমসুচি পালিত হয়। জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে থেকে শুরু হয়ে পদযাত্রাটি জেলা প্রশাসকের কার্যালয় প্রদক্ষিণ করে পুনরায় জজ কোর্ট চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

নড়াইল জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি আজিজুল ইসলামের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. এস এম আব্দুল হক, জেলা আইনজীবী সমিতির সভাপতি তারিকুজ্জামান লিটু, সাবেক সভাপতি অ্যাড. ইকবাল হোসেন, (জিপি) অ্যাড. গোলাম মোহম্মদ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ জাপল প্রমুখ।

এই সমাবেশে বক্তারা বলেন স্বৈরচার ফ্যাসিস্ট আওয়ামী সরকার বিগত দিনে এই আদালতকে ব্যবহার করে রাতের ভোটের এমপিদের বৈধতা দিয়েছে। অনেকে মজলুম নেতাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী সরকার বিচার বিভাগকে হস্তক্ষেপ করে বিএনপির লাখ লাখ নেতাকর্মীকে জেলে পাঠিয়েছে। হাজার হাজার নেতাকর্মীকে অন্যায়ভাবে সাজা দিয়েছে। অনেকে এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে তাদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।

এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. মনিরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ, নগর বিএনপির সভাপতি তেলায়েত হোসেন বাবু, সাধারণ সম্পাদক খন্দকার ফশিয়ার রহমান উপস্থিত ছিলেন।

-মো. নূরুন্নবী সামদানী, নড়াইল জেলা প্রতিনিধি

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...