Logo Logo

গণঅভ্যুত্থান দিবসে রাজাপুর শহীদদের প্রতি পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা


Splash Image

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে ঝালকাঠির রাজাপুরে মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) সকালে উপজেলার হাইলাকাঠি এলাকায় শহীদ মো. রুবেল হোসেনের কবরে শ্রদ্ধা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহুল চন্দ্র।


বিজ্ঞাপন


এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শাহ আলম, রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইসমাইল হোসেন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শহীদ পরিবারের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অপরদিকে, উপজেলার বড় কৈবর্তখালী এলাকায় শহিদ মো. মনির হোসেনের কবরে পুষ্পমাল্য অর্পণ করেন ঝালকাঠি জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরিয়ার। এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা মোসা. শাহিদা শারমিন আফরোজ, রাজাপুর থানার ওসি (তদন্ত) এম.এ মালেক হাওলাদারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শহীদ পরিবারের সদস্য এবং স্থানীয় জনগণ।

পুষ্পমাল্য অর্পণ শেষে এক মিনিট নীরবতা পালন এবং শহিদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। উপজেলায় দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হচ্ছে গণঅভ্যুত্থান দিবস।

-মো. নাঈম হাসান ইমন, ঝালকাঠি প্রতিনিধি

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...