Logo Logo

জুলাই গণঅভ্যূথানের বর্ষপূর্তিতে সুনামগঞ্জ জেলা বিএনপির বিজয় মিছিল


Splash Image

জুলাই গণ-অভ্যূথান ও ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে সুনামগঞ্জ জেলা বিএনপির আয়োজনে বিশাল বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


বুধবার (৬ আগস্ট) সকাল ১০টায় সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্ট্যান্ডে বিএনপির দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাছননগর বক পয়েন্টে এক পথসভায় মিলিত হয়।

জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, একইসঙ্গে সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনে ধানের শীষ প্রতীকে সম্ভাব্য মনোনয়নপ্রত্যাশী অ্যাডভোকেট নুরুল ইসলাম নূরুলের নেতৃত্বে আয়োজিত এই মিছিলে জেলার ১২টি উপজেলার হাজার হাজার নেতাকর্মী অংশ নেন। গণমিছিলে পুরো শহর লোকজনে পরিপূর্ণ হয়ে ওঠে।

পথসভায় সভাপতিত্ব করেন অ্যাডভোকেট নুরুল ইসলাম নূরুল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য কলিমউদ্দিন আহমদ মিলন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আহ্বায়ক কমিটির সদস্য মিজান চৌধুরী, আবদুল হক, অ্যাডভোকেট মল্লিক মইনুদ্দিন সুহেল, রেজাউল হক ও অ্যাডভোকেট শেরেনুর আলী প্রমুখ।

বক্তারা বলেন, “বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে দেশে গণতন্ত্র, মানবাধিকার ও সুশাসনের ভয়াবহ অবক্ষয় ঘটেছে। ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার গণ-অভ্যূথানের মাধ্যমে সেই দুঃশাসনের অবসান ঘটেছে।”

তারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার নিকট দাবি জানান, অবৈধ ক্ষমতা দখলকারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে কঠোর শাস্তির আওতায় আনতে হবে।

সভায় আরও উল্লেখ করা হয়, দেশের প্রতিটি জেলা ও উপজেলায় এ বিজয়ের বার্তা পৌঁছে দিতে বিএনপি ও অঙ্গসংগঠনসমূহ ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে।

প্রতিবেদক - খন্দকার শহীদুল ইসলাম, সুনামগঞ্জ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...