ছবি : সংগৃহীত।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৭ আগস্ট) সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এ কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, “গত ৫ আগস্ট পর্যন্ত অন্তর্বর্তী সরকারের প্রথম অধ্যায় চলেছে। এরপর শুরু হয়েছে দ্বিতীয় অধ্যায়। এ পর্বে সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা নিশ্চিত করা।”
প্রধান উপদেষ্টা উপদেষ্টাদের উদ্দেশে বলেন, “নির্বাচন যেন সর্বস্তরের মানুষের অংশগ্রহণে, নিরপেক্ষতা বজায় রেখে এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়—এটা নিশ্চিত করাই এখন সরকারের প্রধান দায়িত্ব।”
এ বৈঠকে আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। প্রেস সচিব জানান, রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সম্প্রতি ঘটে যাওয়া যুদ্ধবিমান দুর্ঘটনায় শিক্ষক মেহেরিন চৌধুরীর সাহসিক ভূমিকার স্বীকৃতি হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে তাঁর নামে একটি অ্যাওয়ার্ড চালুর সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ।
উল্লেখ্য, বিমান দুর্ঘটনার সময় শিক্ষার্থীদের প্রাণ রক্ষায় শিক্ষক মেহেরিন চৌধুরী নিজের জীবন বাজি রেখে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, যা সর্বমহলে প্রশংসিত হয়েছে।
জনপ্রিয়
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...