বিজ্ঞাপন
এ সময় গোডাউনটি সিলগালা এবং মালিকপক্ষকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার (৬ আগস্ট) রাত দেড়টার দিকে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মফিজুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন সোহেল ও বালিয়াডাঙ্গী থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে মেসার্স মহির উদ্দীন ট্রেডার্স-এর মালিক মো. শাহজাহান আলীর গোডাউন থেকে ৪১৫ বস্তা ইউরিয়া সার এবং ৩০০ বস্তা পটাশ সার জব্দ করা হয়।
পরে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১২(১) ধারা অনুযায়ী গোডাউনটি সিলগালা করা হয় এবং প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মফিজুর রহমান বলেন, “রাতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদকৃত সার জব্দ করা হয়েছে। কৃষি অফিসারের মাধ্যমে এসব সার ন্যায্য দামে প্রকৃত কৃষকদের মাঝে বিক্রি করে এর অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
এ ঘটনায় স্থানীয় কৃষক মহলে স্বস্তি ফিরে এসেছে। তারা জানান, সারের কৃত্রিম সংকট তৈরির মাধ্যমে যে অসাধু ব্যবসায়ীরা কৃষকদের ক্ষতিগ্রস্ত করছে, তাদের বিরুদ্ধে এ ধরনের কার্যকর পদক্ষেপ অব্যাহত রাখা প্রয়োজন।
জনপ্রিয়
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...