Logo Logo

মুক্তিযোদ্ধা সংসদের এডহক কমিটির আহ্বায়ক আশরাফ উদ্দিন, সদস্য সচিব আব্দুল মান্নান


Splash Image

মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাদের সংগঠন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের নেত্রকোণা জেলা ইউনিটে ১১ সদস্য বিশিষ্ট নতুন একটি এডহক কমিটি গঠন করা হয়েছে।


বিজ্ঞাপন


সংগঠনকে আরও কার্যকর, গতিশীল ও সংগঠিত করার লক্ষ্যে এ কমিটি অনুমোদন দেয় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল।

কমিটিতে সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খানকে আহ্বায়ক। বীর মুক্তিযোদ্ধা শামসুল হক মাহাবুবকে যুগ্ম আহ্বায়ক এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তালুকদারকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন
বীর মুক্তিযোদ্ধা মোঃ রহমত আলী, ডা. নির্মল চন্দ্র চন্দ্র, আব্দুল বারী চান মিয়া, মতিউর রহমান, আব্দুল জব্বার, আব্দুল হামিদ, জালাল উদ্দীন ও নূরুল হক ভূঁইয়া।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নাঈম জাহাঙ্গীর ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খানের স্বাক্ষরিত চিঠিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই এডহক কমিটি অস্থায়ীভাবে মুক্তিযোদ্ধা সংসদের সাংগঠনিক কার্যক্রম তদারকিসহ মুক্তিযোদ্ধাদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবে এবং ভবিষ্যতে একটি পূর্ণাঙ্গ ও নির্বাচিত কমিটি গঠনের প্রস্তুতিমূলক দায়িত্ব পালন করবে।

এ কমিটি ঘোষণায় নেত্রকোনা জেলার মুক্তিযোদ্ধাদের মাঝে স্বস্তি ও নতুন আশাবাদের সঞ্চার হয়েছে। তাঁরা আশা করছেন, দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা সংগঠনটি নতুন নেতৃত্বের হাত ধরে আবারও সক্রিয়, ঐক্যবদ্ধ ও কার্যকরভাবে কাজ করবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...