Logo Logo

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে পরিকল্পনা কমিশনের সিনিয়র সচিব


Splash Image

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে এসে বন্দরের নিরাপত্তা ও অবকাঠামোগত উন্নয়নে বিভিন্ন পদক্ষেপের ঘোষণা দিয়েছেন পরিকল্পনা কমিশনের সিনিয়র সচিব ও ভৌত অবকাঠামো বিভাগের সদস্য এম এ আকমল হোসেন আজাদ।


বিজ্ঞাপন


শনিবার দুপুর ১২টায় বেনাপোল স্থলবন্দরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি বন্দরের আধুনিকায়ন ও কর্মপরিবেশ উন্নয়নের অগ্রগতি তুলে ধরেন।

সভায় উপস্থিত ছিলেন বেনাপোল স্থলবন্দরের পরিচালক মোঃ শামীম হোসেন, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান, সহকারী কমিশনার (ভূমি) শওকত মেহেদী সেতু এবং বন্দর সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে এম এ আকমল হোসেন আজাদ বলেন, “বন্দর কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নতুন পদ সৃজনের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। দীর্ঘদিনের আবাসন সমস্যা দ্রুত সমাধানে আমরা কার্যকর পদক্ষেপ নেব।” তিনি আরও বলেন, “দেশের রাজস্ব আয়ের একটি বড় অংশ আসে বেনাপোল বন্দর থেকে। তাই বন্দরের কার্যক্রমকে আরও গতিশীল, সুশৃঙ্খল ও নিরাপদ করতে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশ দেয়া হয়েছে।”

তিনি বন্দর এলাকার নিরাপত্তা ব্যবস্থার আধুনিকীকরণের ওপর গুরুত্বারোপ করে জানান, শীঘ্রই এখানে নতুন প্রযুক্তি সংযোজন করা হবে, যা বন্দরের কর্মক্ষমতা ও নিরাপত্তা বৃদ্ধি করবে।

সভা শেষে অতিথিরা বন্দর এলাকা পরিদর্শন করেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন, যেখানে ভবিষ্যৎ পরিকল্পনা ও সমস্যা সমাধানের জন্য আলোচনা হয়।

প্রতিবেদক - জাকির হোসেন, শার্শা, যশোর।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...