Logo Logo

যশোর সীমান্তে অস্ত্রের চালান আটক, বিজিবির বড় সাফল্য


Splash Image

যশোরের বেনাপোল পুটখালী সীমান্তে অভিযান চালিয়ে বিজিবি এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে। উদ্ধার হয়েছে বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলি।


বিজ্ঞাপন


যশোরের বেনাপোল পুটখালী সীমান্তে অভিযান চালিয়ে আক্তারুল ইসলাম (পুত্র: আতিয়ার রহমান বাবু) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার রাত ১২টার দিকে সীমান্তবর্তী পুটখালী উত্তরপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়
পুটখালী বিওপির একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায়। এসময় একটি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন এবং ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল খুরশিদ আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতের বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

-প্রতিবেদক জাকির হোসেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...