Logo Logo

নিখোঁজের পর অফিসে মিলল গলায় গামছা পেঁচানো মরদেহ


Splash Image

নোয়াখালীর বেগমগঞ্জে নিখোঁজের দুই দিন পর আব্দুর রহীম ভান্ডারী (৬০) নামে এক বৃদ্ধের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে আত্মহত্যার সন্দেহ করছে আইনশৃঙ্খলা বাহিনী।


বিজ্ঞাপন


নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় নিখোঁজের দুই দিন পর আব্দুর রহীম ভান্ডারী (৬০) নামে এক বৃদ্ধের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চৌমুহনী পৌরসভার ১নম্বর ওয়ার্ডে পল্লী বিদ্যুৎ সমিতি সংলগ্ন তার নিজস্ব অফিস থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রহীম ভান্ডারী মিরওয়ারিশপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের এমদাদ আলী মহুরী বাড়ির মৃত তোফায়েল আহমদের ছেলে এবং পেশায় পল্লী বিদ্যুতের কন্ট্রাক্টর ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার থেকে তিনি নিখোঁজ ছিলেন। শনিবার বিকেল ৩টার দিকে অফিস সংলগ্ন এক দোকানদার হঠাৎ ভেতর থেকে ভারী কিছু পড়ার শব্দ শুনে দরজা খুলে দেখেন গলায় গামছা পেঁচানো রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছেন রহীম ভান্ডারী। খবর পেয়ে পুলিশ, পিবিআই ও র‍্যাব ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিটন দেওয়ান জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদনের ফলাফলের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...