Logo Logo

টুঙ্গিপাড়ার দুই যুবক নেত্রকোণায় গাঁজাসহ গ্রেপ্তার


Splash Image

ছবি: আটককৃত দুই মাদক কারবারি।।

নেত্রকোণায় সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে ৯ কেজি গাঁজা ও একটি নোয়াহ্ মাইক্রোবাসসহ দুই মাদক কারবারি আটক হয়েছে। ঘটনাস্থলেই গ্রেপ্তার করে মামলা দায়ের করা হয়েছে।


বিজ্ঞাপন


নেত্রকোনায় সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে ৯ কেজি গাঁজা ও একটি নোয়াহ্ মাইক্রোবাসসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।

নেত্রকোনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক শনিবার বেলা ১টার দিকে সাংবাদিকদের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৮ আগস্ট দিবাগত রাত সাড়ে ১১টার দিকে নেত্রকোনা সদর ক্যাম্পের ক্যাপ্টেন আওরঙ্গজেব জয়ের নেতৃত্বে সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে গঠিত একটি দল অভিযান পরিচালনা করে।

অভিযানকালে সদর উপজেলার কাইলাটী ইউনিয়নের ফঁচিকা বাজার এলাকায় নেত্রকোনা-কেন্দুয়া সড়কে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন একটি নোয়াহ্ মাইক্রোবাসে তল্লাশি চালানো হয়। এ সময় মাইক্রোবাস থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং মাদক পাচারে জড়িত দুই ব্যক্তিকে ঘটনাস্থলেই আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি ইউনিয়নের শ্রীরামকান্দী গ্রামের নুরু মৃধার পুত্র মহন মৃধা (৩৬) ও একই গ্রামের ছাত্তার চোকদারের পুত্র অপু চোকদার (৩২)।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপ-পরিদর্শক মো. শরিফুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নেত্রকোনা মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...