Logo Logo

মাত্র ২০০ মিটার রাস্তা না হওয়ায় তিন বছর ধরে অচল ৩ কোটি টাকার ফায়ার স্টেশন


Splash Image


বিজ্ঞাপন


নেত্রকোণার হাওরাঞ্চল খালিয়াজুরীতে সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে নির্মিত ফায়ার সার্ভিস স্টেশনটি প্রায় তিন বছর ধরে অচল অবস্থায় পড়ে আছে। মাত্র ২০০ মিটার সংযোগ রাস্তা পাকাকরণের অভাবে জনগণ এ সেবা থেকে বঞ্চিত হচ্ছে। ফলে অগ্নিকান্ড, নৌ দুর্ঘটনা ও সড়ক দুর্ঘটনার সময় হাওরবাসী মারাত্মক বিপদের মুখে পড়ছে।

হাওর উপজেলা হিসেবে পরিচিত খালিয়াজুরীতে দীর্ঘদিন ধরে স্থানীয়রা একটি ফায়ার সার্ভিস স্টেশনের দাবি জানিয়ে আসছিলেন। এর প্রেক্ষিতে ২০২০ সালে সরকার হাওরাঞ্চল উপযোগী ফায়ার স্টেশন নির্মাণের উদ্যোগ নেয়। নেত্রকোণা গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে ৩ কোটি ৫২ লাখ টাকা ব্যয়ে উপজেলা সদরে আধুনিক এই স্টেশন নির্মাণ কাজ শেষ হয় ২০২৩ সালে। কিন্তু সংযোগ রাস্তা না হওয়ায় এখনও এটি চালু হয়নি।

খালিয়াজুরী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান কেস্টু বলেন, "স্টেশনটি থেকে মূল সড়কে যেতে মাত্র ২০০ মিটার রাস্তা পাকাকরণ না করায় এটি অকার্যকর হয়ে আছে। অগ্নিকান্ড বা নৌ দুর্ঘটনার সময় মানুষ খুবই অসহায় হয়ে পড়ে। আমরা দ্রুত স্টেশন চালুর দাবি জানাচ্ছি।"

উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রউফ স্বাধীন জানান, ৪০৮ বর্গকিলোমিটার বিস্তৃত হাওরাঞ্চলে ৭ লাখেরও বেশি মানুষের বাস। অব্যবহৃত স্টেশনটিতে অবকাঠামো ও যন্ত্রপাতি নষ্ট হচ্ছে এবং মাদক সেবনসহ অসামাজিক কার্যকলাপ বাড়ছে। তিনি অবিলম্বে সড়ক পাকাকরণ ও স্টেশন চালুর দাবি জানান।

নেত্রকোণা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক হাফিজুর রহমান জানান, গত ৫ বছরে হাওরাঞ্চলে ১২টি নৌ দুর্ঘটনা, ৩১১টি অগ্নিকান্ড, ৮টি সড়ক দুর্ঘটনা ও ২৯টি অন্যান্য দুর্ঘটনায় ৫৪ জন প্রাণ হারিয়েছেন, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৪ কোটি ২৩ লাখ টাকা। “স্টেশনটিতে ফায়ার ফাইটার, ডুবুরি, আধুনিক গাড়ি ও স্পিডবোটসহ সব সরঞ্জাম প্রস্তুত আছে। শুধু ২০০ মিটার রাস্তা পাকাকরণ হলেই সেবা দেওয়া শুরু হবে,” বলেন তিনি।

জেলা প্রশাসক বনানী বিশ্বাস জানান, গণপূর্ত বিভাগ স্টেশন হস্তান্তরের জন্য ফায়ার সার্ভিসকে চিঠি দিয়েছে। কিন্তু সংযোগ রাস্তা না থাকায় সেটি গ্রহণ করা হচ্ছে না। গণপূর্ত বিভাগ জানিয়েছে, পরবর্তীতে একটি প্রকল্পের মাধ্যমে রাস্তা পাকাকরণ করা হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...