বিজ্ঞাপন
তিনি বলেন, “নির্বাচনের জন্য নিজেদের সম্পূর্ণভাবে প্রস্তুত করা ও বাকি সময়টুকু রাজপথে সরব থাকা আমাদের করণীয়।”
রোববার (১০ আগস্ট) বিকালে নড়াইল জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নড়াইল জেলা শাখার আয়োজনে তৃণমূল নেতৃবৃন্দের সাথে কেন্দ্রীয় নেতাদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এস.এম জিলানী অভিযোগ করে বলেন, “কয়েকটি রাজনৈতিক দল পায়ে পাড়া দিয়ে আমাদের সাথে ঝগড়া লাগাতে চাচ্ছে। আমরা মনে করি, এটি একটি ষড়যন্ত্রের অংশ। যারা এসব করছে তারা ধৃষ্টতা দেখাচ্ছে। তারপরও দলের নির্দেশনা হলো, কোনো ষড়যন্ত্রে পা দেওয়া যাবে না, কারও উস্কানিতে মাথা গরম করে কিছু করা যাবে না।”
সভায় সভাপতিত্ব করেন নড়াইল জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খন্দকার মঞ্জুরুল সাঈদ বাবু এবং সঞ্চালনা করেন সদস্য সচিব আরিফুজ্জামান মিলন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি নেসার উদ্দিন সফি, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান ও সহ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক সহিদুজ্জামান পাশা।
এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. মনিরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ, নগর বিএনপির সভাপতি তেলায়েত হোসেন বাবু, সাধারণ সম্পাদক খন্দকার ফশিয়ার রহমানসহ তৃণমূল নেতৃবৃন্দ ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা।
প্রতিবেদক - মো. নূরুন্নবী সামদানী, নড়াইল।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...