Logo Logo

নড়াইলে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপিত


Splash Image

নড়াইলে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শপথ পাঠ, আলোচনা সভা, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ, পুরস্কার প্রদান এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণসহ নানান কর্মসূচি অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১০টায় জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে যুব প্রশিক্ষণ হলরুমে এ অনুষ্ঠান হয়। নড়াইল যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুলিয়া শুকায়না। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মো. আব্দুর রশিদ, পুলিশ সুপারের প্রতিনিধি ইন্সপেক্টর নূরনবি, জেলা জামায়াতে ইসলামীর আমীর আতাউর রহমান বাচ্চু, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমানসহ অন্যান্য অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে নড়াইল জেলার যুবকদের মাঝে ১০ লাখ টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়। শেষে যুব উন্নয়ন অধিদপ্তর প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির মোট ৩৬টি গাছের চারা রোপণ করা হয়।

প্রতিবেদক - মো. নূরুন্নবী সামদানী, নড়াইল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...