নড়াইলের নবগঙ্গা নদী।
বিজ্ঞাপন
পুলিশ সূত্রে জানা যায়, রাতের দিকে স্থানীয়রা নদীতে মরদেহ ভাসতে দেখে বড়দিয়া নৌ পুলিশকে খবর দেয়। পরে নৌ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নৌপুলিশ জানায়, অজ্ঞাত নারীর বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর। উচ্চতা প্রায় ৫ ফুট। তিনি গোলগাল চেহারার এবং পরনের পোশাক দেখে ধারণা করা হচ্ছে সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। তার পরিচয় শনাক্তের জন্য যশোর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নমুনা সংগ্রহ করেছে।
বড়দিয়া নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. অহিদুর রহমান বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আনুমানিক ২ থেকে ৩ দিন আগে নারীর মৃত্যু হয়েছে। মরদেহ দীর্ঘ সময় পানিতে ছিল। তার গলায় কালো দাগ রয়েছে। এটি হত্যা নাকি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের রিপোর্টের পর নিশ্চিত হওয়া যাবে।”
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...