বিজ্ঞাপন
শনিবার ভোরে উপজেলার রংছাতি ইউনিয়নের ডাইয়ারকান্দা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মহাদেও নদ থেকে অবৈধভাবে বালু তুলতে গিয়ে দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
পরে বিশরপাশা বাজার এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল হাসান এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়।
আদালতে অভিযুক্ত চামারদানী গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মো. বাবুল মিয়াকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
পরে জরিমানার অর্থ আদায় করে ভবিষ্যতে এ ধরনের কাজে জড়াবেন না—এ মুচলেকা নেওয়ার পর তাকে মুক্তি দেওয়া হয়। এসময় তার নৌকা থেকে প্রায় ২০০ ঘনফুট বালু জব্দ করা হয়।
বিশরপাশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মো. শাহীদুল ইসলাম শহীদ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...