Logo Logo

ইসলামভিত্তিক কল্যাণ রাষ্ট্র গঠনের অঙ্গীকার : সরাইলে জামায়াত ইসলামির কর্মী সমাবেশ


Splash Image

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী’র চুন্টা ইউনিয়নের উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৭ আগস্ট) বিকেলে উপজেলার চুন্টা সেন বাড়ি ময়দানে এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা মোবারক হোসাইন।


বিজ্ঞাপন


তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার মানুষের ভোটাধিকার হরণ করেছিল, মৌলিক অধিকারকে পদদলিত করেছিল। আমরা জনগণকে সঙ্গে নিয়ে ইনশাআল্লাহ সেই অধিকার পুনঃপ্রতিষ্ঠা করব। ইসলামভিত্তিক কল্যাণ রাষ্ট্র গঠনের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীককে বিজয় করতে হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন হাজী মোহাম্মদ ইমাম উদ্দিন এবং সঞ্চালনা করেন ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম।

অন্যদের মধ্যে জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আমিনুল ইসলাম, জেলা দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মো. মনিরুজ্জামান, সরাইল উপজেলা আমির মোহাম্মদ এনাম খান, আশুগঞ্জ উপজেলা আমির মো. শাহজাহান ভুইয়া, সাবেক উপজেলা আমির মাওলানা কুতুব উদ্দিন, উপজেলা সেক্রেটারি নুরুজ্জামান জাবেদ এবং উপজেলা সহকারী সেক্রেটারি তারেকুল ইসলাম তারেক বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং একটি কল্যাণমুখী ইসলামি সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বকে বিজয়ী করার বিকল্প নেই। ইসলামী নীতি-আদর্শকে ভিত্তি করেই জাতিকে সংকট থেকে উত্তরণের পথ দেখাতে হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...