Logo Logo

বাকেরগঞ্জ উপজেলা খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ


Splash Image

বাকেরগঞ্জ উপজেলা খাদ্য কর্মকর্তা রুবিনা পারভীনের বিরুদ্ধে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগে অনিয়ম ও স্বচ্ছতার অভাবের অভিযোগ উঠেছে।


বিজ্ঞাপন


অভিযোগকারীদের দাবি, একটি মহলের ‘মন জয়ের’ উদ্দেশ্যে সুপরিকল্পিতভাবে আবেদনকারীদের কাগজপত্র গুম, যথাযথ তথ্য থাকা সত্ত্বেও আবেদন বাতিল এবং পক্ষপাতমূলক যাচাই-বাছাই করা হয়েছে।

উপজেলার ১৪টি ইউনিয়নে মোট ৫১টি ডিলার নিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে। এ নিয়োগকে কেন্দ্র করে একাধিক আবেদনকারী সরাসরি অনিয়মের অভিযোগ তুলেছেন।

৪নং দুধল ইউনিয়নের আবেদনকারী মো. মফিজুল ইসলাম বলেন, “আমি ব্যাংক স্বচ্ছলতার প্রত্যায়ন জমা দিয়েই ফুড গ্রেইন লাইসেন্স সংগ্রহ করেছি। অথচ লটারী ড্র অনুষ্ঠানের দিন খাদ্য অফিস দাবি করে, আমি নাকি প্রত্যায়নপত্র জমা দেইনি। এটি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর। পুরানো ডিলার আওয়ামী লীগ নেতা শিপন ঘুষ দিয়ে রিয়াজের নামে ডিলারশীপ পাইয়ে দিতে খাদ্য কর্মকর্তার সঙ্গে যোগসাজশ করেছেন।”

তিনি আরও অভিযোগ করেন, খাদ্য অফিস যে অঙ্গীকারনামা দিয়ে কাগজপত্র জমা নেয়ার নির্দেশনা দিয়েছিল, সেটিই তারা পরে মানেনি। “এতে বোঝা যায় নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নেই এবং এটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে পরিচালিত হচ্ছে।”

১৪নং নিয়ামতি ইউনিয়নের আবেদনকারী নাছির আকন অভিযোগ করেন, তার আবেদনও অযৌক্তিকভাবে বাতিল করা হয়েছে। “পুরানো ডিলারশীপের অজুহাতে আমার আবেদন বাতিল করা হয়েছে। আমি চ্যালেঞ্জ করলেও কোনো কারণ দেখানো হয়নি।”

অভিযোগ প্রসঙ্গে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রুবিনা পারভীন বলেন, “খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগে ২২১টি আবেদন জমা পড়ে। ইউএনও রুমানা আফরোজকে সভাপতি করে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়। চূড়ান্ত যাচাই-বাছাই শেষে লটারীর মাধ্যমে ৫১ জনকে প্রাথমিকভাবে মনোনীত করা হয়েছে।”

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমানা আফরোজ এ বিষয়ে বলেন, “শনিবার লটারীর মাধ্যমে ডিলার নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র জমা দেয়া সত্ত্বেও কাউকে বাদ দেয়ার সুযোগ নেই। তবে অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।”

বাকেরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগকে কেন্দ্র করে একাধিক আবেদনকারীর অনিয়মের অভিযোগ প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে। তবে ইউএনও আশ্বাস দিয়েছেন—যে কোনো অভিযোগ তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

প্রতিবেদক - জাহিদুল ইসলাম, বাকেরগঞ্জ, বরিশাল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...