বিজ্ঞাপন
সোমবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে সদর উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্তের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।
পরে উপজেলা অডিটরিয়ামে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা এইচ. এম. বদরুজ্জামান। এতে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক জসিম উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, নড়াইল জেলার ঐতিহ্যবাহী দেশীয় প্রজাতির মাছ রক্ষায় সর্বস্তরের মানুষকে সচেতন হতে হবে। একইসঙ্গে অবৈধ ফাঁদ ব্যবহার বন্ধ করে মাছ ধরা নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন ও স্থানীয়দের সহযোগিতার আহ্বান জানান তারা।
জেলা মৎস্য কর্মকর্তা জানান, চলতি বছর নড়াইলে মাছের চাহিদা রয়েছে ১৬ হাজার ৬৬০ মেট্রিক টন। উৎপাদন হবে ১৮ হাজার ৬৬৫ মেট্রিক টন, যা স্থানীয় চাহিদা মিটিয়ে অতিরিক্ত ২ হাজার ৫ মেট্রিক টন মাছ দেশের অন্যান্য জেলায় সরবরাহ করা সম্ভব হবে।
সভায় সরকারি কর্মকর্তা, মৎস্য চাষি, হ্যাচারি মালিক, মৎস্য বিক্রেতা ও সুশীল সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন। শেষে জেলার বিভিন্ন পর্যায়ের মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রতিবেদক - মো. নূরুন্নবী সামদানী, নড়াইল।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...