বিজ্ঞাপন
মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ১১টায় কাটিবাজার প্রধান সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
স্থানীয় বিএনপি নেতা আব্দুস সালামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ। এ সময় আরও বক্তব্য দেন একই কমিটির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, কৃষকদল পাইকগাছা উপজেলা সভাপতি মেছের আলী সানা, সাইফুদ্দিন সুমন ও স্থানীয় বিএনপি নেতা সরদার নাজির আহম্মেদ।
বক্তারা অভিযোগ করেন, রাড়ুলী ইউনিয়নের কাটিপাড়া মৌজায় প্রায় তিন থেকে চারশ’ বিঘা জমিতে পানি উঠানামার একমাত্র খালটি স্থানীয় আব্দুস সাত্তার মোড়ল কয়েকটি খণ্ডে বাঁধ দিয়ে মাছ চাষ করছেন। এতে খালের পানি সরবরাহের পথ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এর ফলে গত দুই মাসের টানা বৃষ্টিতে জমিগুলো পানিতে তলিয়ে আছে। কৃষকরা বারবার বাঁধ কেটে পানি নিষ্কাশনের দাবি জানালেও সাত্তার মোড়ল কর্ণপাত করছেন না। ফলে কৃষকরা মৌসুমি আমন ধান চাষ করতে পারছেন না। এ অবস্থার প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন ও পথসভার আয়োজন করেন।
এ বিষয়ে আব্দুস সাত্তার মোড়ল জানান, তিনি সরকারের কাছ থেকে বন্দোবস্ত নিয়ে দীর্ঘদিন ধরে ওই জমিতে চাষাবাদ করছেন। স্থানীয়দের অভিযোগ সঠিক নয় বলেও দাবি করেন তিনি।
প্রতিবেদক - মোঃ আাসাদুল ইসলাম, পাইকগাছা, খুলনা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...