বিজ্ঞাপন
নিহত অপু বিশ্বাস নড়াইলের গোবরা পার্বতী বিদ্যাপীঠের দশম শ্রেণির ছাত্র এবং গোবরা গ্রামের নাতুরাম বিশ্বাসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বন্ধু সাকিবকে নিয়ে মোটরসাইকেলযোগে সিকিরহাট যাচ্ছিল অপু। এসময় খুলনার ফুলতলা থেকে যাত্রী নিয়ে নড়াইলের দিকে ফিরছিল ভাড়ায় চালিত মোটরসাইকেলচালক নারায়ন বিশ্বাস। পথে মুচিদাহ কাকুর মোড়ে বেপরোয়া গতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে অপর মোটরসাইকেল ও ভ্যানের সাথে ধাক্কা খেলে ঘটনাস্থলেই মারা যায় অপু বিশ্বাস।
দুর্ঘটনায় আহতদের মধ্যে গুরুতর আহত মোটরসাইকেলচালক সাকিব (২০), নারায়ন (২৮) এবং যাত্রী সুকদেব (৫০)-কে উন্নত চিকিৎসার জন্য খুলনা ও যশোরে স্থানান্তর করা হয়েছে। এছাড়া ভ্যানচালকসহ আরও দুই যাত্রীকে খুলনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে নড়াইল সদর থানার ওসি (তদন্ত) মো. জামিল কবির জানান, দুর্ঘটনায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...