Logo Logo

বাঁশের বেড়ার অবরোধ থেকে মুক্তি : নেত্রকোণায় ডিসি'র গণশুনানীতে আবু সাঈদের পরিবার উদ্ধার


Splash Image

নেত্রকোণা সদর উপজেলার কমলপুর গ্রামে দীর্ঘদিন ধরে অবরুদ্ধ থাকা আবু সাঈদের পরিবারকে জেলা প্রশাসকের হস্তক্ষেপে মুক্ত করা হয়েছে।


বিজ্ঞাপন


স্থানীয় সূত্রে জানা যায়, মৃত গোলাপ খাঁর পুত্র আবু সাঈদ ও তার পরিবার নিজেদের সম্পত্তিতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন। কিন্তু স্থানীয় মঞ্জুরুল হক আওয়ামী লীগ নেতাদের সহযোগিতায় ওই পরিবারের ২৪ শতাংশ জমি জবরদখল করে বাঁশের বেড়া দিয়ে তাদের অবরুদ্ধ করে রাখেন।

এ বিষয়ে ভুক্তভোগী আবু সাঈদের স্ত্রী পারভীন আক্তার বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত গণশুনানীতে অভিযোগ করেন। তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসক বনানী বিশ্বাস পুলিশ সুপারকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

পরে জেলা প্রশাসকের নির্দেশে নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী শাহনেওয়াজ ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে বাঁশের বেড়া অপসারণ করেন এবং পরিবারটিকে মুক্ত করেন।

আবু সাঈদ জানান, “আমরা আমাদের সম্পত্তিতে বসবাস করলেও মঞ্জুরুল হক পরিবারসহ জোরপূর্বক বেড়া দিয়ে দখল করে রেখেছিল। জেলা প্রশাসকের কাছে অভিযোগ জানানোর পর পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে।”

জেলা প্রশাসক বনানী বিশ্বাস বলেন, “মানবিক কারণে পুলিশ প্রশাসনের মাধ্যমে পরিবারটিকে অবরুদ্ধ থেকে মুক্ত করা হয়েছে।”

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...