বিজ্ঞাপন
এর প্রতিবাদে রবিবার (২৪ আগস্ট) দুপুরে কেন্দুয়া শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
ব্যানার-প্ল্যাকার্ড হাতে বিক্ষোভকারীরা অভিযোগ করেন, দীর্ঘদিনের ত্যাগী ও আন্দোলন-সংগ্রামে যুক্ত নেতাদের বাদ দিয়ে অযাচিতভাবে কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সংগঠনের তৃণমূল কর্মীদের মধ্যে ক্ষোভ চরম আকার ধারণ করেছে।
সমাবেশে বক্তারা বলেন, “বিএনপির তৃণমূলের শক্তিকে উপেক্ষা করে কিছু ব্যক্তিকে খুশি করার জন্য জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম হিলালী ও আহবায়ক কমিটি এই পকেট কমিটি গঠন করেছে, যা দলের জন্য অশনিসংকেত হয়ে দাঁড়াবে।” তারা অবৈধ কমিটি বাতিল করে যোগ্য ও ত্যাগী নেতাদের দিয়ে দ্রুত নতুন কমিটি গঠনের দাবি জানান।
মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন কেন্দুয়া উপজেলা যুবদলের সদস্য সচিব আতাউল হক মিন্টু, রফিকুল ইসলাম খান রাসেল, সাবেক সাংগঠনিক সম্পাদক উপজেলা যুবদল; ফরিদ আহমেদ, আহ্বায়ক কেন্দুয়া উপজেলা স্বেচ্ছাসেবক দল ও নোয়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি; সাবেক চেয়ারম্যান মাজারুল ইসলাম মাজু; সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও সাবেক সাধারণ সম্পাদক কেন্দ্র পৌর বিএনপি মজনুর রহমান খন্দকার; রোটারিয়ান এম নাজমুল হাসান, সহকারী মহাসচিব জিয়া মঞ্চ কেন্দ্রীয় সংসদ; ইঞ্জিনিয়ার মোস্তফাইজ্জামান সেলিম, উপদেষ্টা আমরা বিএনপি পরিবার; দেলোয়ার হোসেন ভূইয়ার দুলাল, সাবেক উপজেলা চেয়ারম্যান; সৈয়দ আলমগীর, চেয়ারপারসনের মাননীয় উপদেষ্টা।
এছাড়াও উপস্থিত ছিলেন সাজেদুল হক মিল্টন, সাবেক সম্মানিত সদস্য ঢাকা মহানগর উত্তর যুবদল; হানিফ খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক স্বেচ্ছাসেবক দল কেন্দুয়া উপজেলা; আশরাফুল ইসলাম, আহ্বায়ক কেন্দুয়া পৌর ছাত্রদল; মনির মিলকি, সাবেক যুগ্ম সম্পাদক পাইকুড়া ইউনিয়ন বিএনপি; সোহেল ভূঁইয়া, সম্মানিত সদস্য কেন্দুয়া উপজেলা যুবদল এবং শাওন খন্দকার জুয়েল, আহ্বায়ক পৌর স্বেচ্ছাসেবক দল।
কর্মসূচিতে কেন্দুয়া উপজেলার ও পৌরসভার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে কয়েক হাজার নেতা-কর্মী অংশ নেন। মিছিল শেষে সমাবেশে তারা দলীয় ঐক্য রক্ষায় ত্যাগী নেতাদের নেতৃত্বে নতুন কমিটি পুনর্গঠনের আহ্বান জানান।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...