বিজ্ঞাপন
নিহত অরোণ্য মহেশপুর উপজেলার তালশার গ্রামের বাসিন্দা শুকুর বিশ্বাসের (৫১) সেজ ছেলে। তিনি পদ্মপুকুর কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে অরোণ্য কলেজের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে পদ্মপুকুর খন্দকার সালমা মাদরাসার সামনে পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ওপাশ থেকে আসা একটি ট্রলির সঙ্গে সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠান। তবে বিকেল সাড়ে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় অরোণ্য মারা যান।
এ বিষয়ে মহেশপুর থানার তদন্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদুজ্জামান বলেন, “আমরা ঘটনাটির তদন্ত শুরু করেছি। তদন্ত শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
প্রতিবেদক- মোঃ ইমামুল হক, মহেশপুর, ঝিনাইদহ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...