বিজ্ঞাপন
বুধবার (২৭ আগস্ট) দুপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
টিএম জহিরুল হক তুহিন বলেন, “এলাকার উন্নয়নে সঠিক নেতৃত্বের বিকল্প নেই। জনপ্রতিনিধি হয়ে জনগণের পাশে দাঁড়াতে চাই। অতীতেও বাকেরগঞ্জবাসীর পাশে ছিলাম, ভবিষ্যতেও আজীবন তাদের সঙ্গেই থাকবো। ইনশাআল্লাহ, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি আমার মাতৃভূমি বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসন থেকে নির্বাচন করবো।”
তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে তিনি ঢাকা ও এলাকায় অগ্নিসেনা সোশ্যাল ফাউন্ডেশন এবং ন্যায় সংঘ উন্নয়ন ফাউন্ডেশনের মাধ্যমে সামাজিক ও মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। ছোটবেলা থেকেই বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত থাকায় জনগণের পাশে দাঁড়ানোর অভিজ্ঞতা অর্জন করেছেন।
অতীতের রাজনৈতিক অভিজ্ঞতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “বিগত দিনে আমি উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম। কিন্তু ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকার দিনের ভোট রাতে নিয়ে আমাকে পরাজিত করে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতেই এবার সংসদ সদস্য পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। যেহেতু আমি বিএনপির নীতি ও আদর্শে বিশ্বাসী, তাই আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান যদি দলীয় মনোনয়ন দেন তবে অবশ্যই নির্বাচন করবো।”
আলাপকালে টিএম জহিরুল হক তুহিন অভিযোগ করেন, সম্প্রতি সাবেক এমপি আবুল হোসেন খান বিতর্কিতভাবে অর্থের বিনিময়ে বাকেরগঞ্জ উপজেলার কয়েকটি ইউনিয়নে সভাপতি পদে অনৈতিক নিয়োগ দিয়েছেন, যা স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে। এসব কারণে আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির পক্ষ থেকে যোগ্য প্রার্থী মনোনয়ন দেয়ার দাবি উঠেছে।
প্রসঙ্গত, টিএম জহিরুল হক তুহিন বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়নের পেয়ারপুর গ্রামের সন্তান। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি এলাকায় এবং ঢাকায় নিয়মিত রাজনৈতিক ও সামাজিক কর্মসূচিতে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপির দুর্গ হিসেবে পরিচিত বাকেরগঞ্জে যদি টিএম জহিরুল হক তুহিন প্রার্থী হন, তবে অনেক রাজনৈতিক সমীকরণ পাল্টে যেতে পারে।
প্রতিবেদক - মোঃ জাহিদুল ইসলাম, বরিশাল।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...