বিজ্ঞাপন
গত দুই দিনে দূর্গাপুর ও কলমাকান্দা উপজেলার সীমান্ত এলাকা থেকে এসব মদ আটক করা হয়।
বিজিবির দুটি পৃথক প্রেস রিলিজ সূত্রে জানা যায়, ২৯ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজয়পুর বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১১৫০ এমপি থেকে প্রায় ৩০০ গজ ভেতরে, দূর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের পশ্চিম বিজয়পুর এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় আইস ভদকা ২০ বোতল, ম্যাক ডোয়েলস ১২ বোতল, অফিসার্স চয়েজ ১ বোতল এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
এরপরের দিন, ৩০ আগস্ট সকাল ৮টার দিকে কলমাকান্দা উপজেলার লেংগুড়া ইউনিয়নের কাঁঠালবাড়ী এলাকায় লেংগুড়া বিওপির ছয় সদস্যের একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। এ অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় রয়েল স্ট্যাগ ২৪ বোতল, ম্যাক ডোয়েলস ২২ বোতল ও অফিসার্স চয়েজ ৩১ বোতলসহ মোট ৭৭ বোতল মদ আটক করা হয়।
বিজিবি জানিয়েছে, আটককৃত মদ ও মোটরসাইকেল প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে হস্তান্তর করা হবে।
৩১ বিজিবির অধিনায়ক জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। দেশের অভ্যন্তরে মাদক প্রবেশ ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...