Logo Logo

ডিএফপির সব প্রকাশনা সংরক্ষণের নির্দেশ তথ্য উপদেষ্টার


Splash Image

ছবি : সংগৃহীত।

চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের (ডিএফপি) প্রকাশনাসমূহের পাঠক প্রিয়তা যাচাই ও মানোন্নয়ন বিষয়ে প্রণীত গবেষণাপত্রের মোড়ক উন্মোচন করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম।


বিজ্ঞাপন


রোববার (৩১ আগস্ট) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে গবেষণাপত্রটির মোড়ক উন্মোচন করা হয়।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, “ডিএফপির প্রতিষ্ঠাকাল অর্থাৎ ১৯৭৬ সাল থেকে এ পর্যন্ত প্রকাশিত সব ধরনের প্রকাশনা সংরক্ষণ করতে হবে। যেসব প্রকাশনা বর্তমানে সংগ্রহে নেই, সেগুলো দ্রুত সংগ্রহের উদ্যোগ নিতে হবে।” তিনি ডিএফপির প্রকাশনার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, ডিএফপির মহাপরিচালক খালেদা বেগম এবং মন্ত্রণালয়ের অধীন দপ্তর ও সংস্থার প্রধানগণ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...