Logo Logo

নড়াইলে ১৬১ জন প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ


Splash Image

নারী সমাজকে আত্মনির্ভরশীল করার লক্ষ্যে নড়াইলে ১৬১ জন গরীব, অসহায় ও দুস্থ প্রশিক্ষণপ্রাপ্ত নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।


বিজ্ঞাপন


রবিবার (৩১ আগস্ট) বিকাল সাড়ে ৫টায় জেলা পরিষদ মিলনায়তনে নড়াইল জেলা পরিষদের আয়োজনে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

২০২৩-২০২৪ ও ২০২৪-২০২৫ অর্থবছরের সাধারণ বরাদ্দের আওতায় উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে এসব সেলাই মেশিন দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা পরিষদের প্রশাসক শারমিন আক্তার জাহান। সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান বিপিএ।

প্রধান অতিথির বক্তব্যে শারমিন আক্তার জাহান বলেন, “সরকারের উন্নয়ন প্রকল্পের মাধ্যমে নারীদের হাতে সেলাই মেশিন পৌঁছে দেওয়া হচ্ছে। এর ফলে নারীরা যেমন আত্মনির্ভরশীল হবেন, তেমনি পরিবার ও সমাজের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।”

সেলাই মেশিন পাওয়া নারীরা এ সময় আনন্দ প্রকাশ করেন এবং নিজেদের জীবনমান উন্নয়নে এ সুযোগ কাজে লাগানোর অঙ্গীকার ব্যক্ত করেন।

প্রতিবেদক- মো. নূরুন্নবী সামদানী, নড়াইল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...