Logo Logo

নড়াইলে অজ্ঞাত কিশোরীর অর্ধগলিত মরদেহ উদ্ধার


Splash Image

নড়াইলের কালিয়া উপজেলার যোগানিয়া-নলামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের একটি ডোবা থেকে অজ্ঞাত এক কিশোরীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


পুলিশ সূত্রে জানা গেছে, সকাল থেকে ডোবার পাশ দিয়ে গেলে স্থানীয়রা দুর্গন্ধ টের পান। পরে কচুরিপানার ভেতর তাকিয়ে তারা মরদেহটি দেখতে পান। খবর পেয়ে নড়াগাতী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছি। এটি একজন কিশোরীর মরদেহ, যার বয়স আনুমানিক ১৬ থেকে ১৭ বছর হবে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।”

পুলিশের প্রাথমিক ধারণা, কয়েকদিন আগেই কিশোরীটির মৃত্যু হয়েছে। তবে কীভাবে মৃত্যু হয়েছে তা নিশ্চিত হতে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

প্রতিবেদক- মো. নূরুন্নবী সামদানী, নড়াইল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...