Logo Logo

নেত্রকোনায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রশিবির


Splash Image

এসএসসি ও দাখিল পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে নেত্রকোনায়। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে সোমবার (২ সেপ্টেম্বর ২০২৫) দুপুর ২টায় শহরের স্থানীয় পাবলিক হলে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ছাত্রশিবিরের সভাপতি রাসেল আহমেদ এবং সঞ্চালনা করেন অফিস সম্পাদক আতিক হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ইসলামী ছাত্রশিবিরের সাহিত্য বিষয়ক সম্পাদক ডা. মো. নাঈম তাজওয়ার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক কেন্দ্রীয় ছাত্রশিবিরের প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. নজরুল ইসলাম, সাবেক জেলা সভাপতি এস. এম. আলামিনসহ জেলা শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এতে জেলার এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৩৫০ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা জানানো হয়। শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও উপহার সামগ্রী তুলে দেন অতিথিরা।

বক্তারা বলেন, “সফলতার জন্য দৃঢ় সংকল্প, সাধনা ও লক্ষ্য স্থির করার বিকল্প নেই। আজকের এই সাফল্য কেবল ব্যক্তিগত নয়, সমাজ ও দেশের উন্নয়নেও তোমাদের গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে।” তারা আরও উল্লেখ করেন, ভবিষ্যতের নেতৃত্ব গঠনে শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও মূল্যবোধের চর্চা অপরিহার্য।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আগামী প্রজন্মকে সৎ, যোগ্য ও মেধাবী নাগরিক হিসেবে গড়ে তুলতেই এ আয়োজন করা হয়েছে। জেলা ছাত্রশিবিরের নেতৃবৃন্দ কৃতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে সর্বোচ্চ সাফল্য কামনা করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...