বিজ্ঞাপন
নিহত শিশুটির নাম মরিয়ম আক্তার। সে উপজেলার শিবপুর ইউনিয়নের কনিকাড়া গ্রামের মধ্য পাড়ার খাইরুল ইসলামের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটি রাস্তা পারাপারের সময় দ্রুতগতিতে আসা একটি অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত মরিয়মকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নবীনগর থানা পুলিশের ওসি শাহীনুর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”
পুলিশ জানিয়েছে, তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।
প্রতিবেদক- মোহাম্মদ আবু সুফী, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...