বিজ্ঞাপন
পটুয়াখালীর কলাপাড়ায় পূর্ববিরোধকে কেন্দ্র করে লামিয়া হত্যাকাণ্ডে প্রকৃত অপরাধীদের চিহ্নিত এবং নিরীহ গ্রামবাসীদের মিথ্যা মামলা থেকে মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।
বুধবার সকাল ১১টায় কলাপাড়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন উপজেলার মঞ্জুপাড়া গ্রামের জায়েদা বেগম।
লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, গত ৩০ জুন লামিয়াকে পরিকল্পিতভাবে হত্যা করে তার মরদেহ বাড়ির সামনে ঝুলিয়ে রাখা হয়। এ হত্যাকাণ্ডে লামিয়ার মা হালিমা বেগমের সহযোগিতা থাকলেও মামলায় আসামি করা হয় পার্শ্ববর্তী ইউনিয়নের জয়নাল মৃধা, তাইফুর রহমান, সুজন ও হাসানকে।
জায়েদা বেগম অভিযোগ করেন, পূর্ববিরোধের জেরে প্রকৃত ঘটনাকে আড়াল করতে নিরীহ গ্রামবাসীদের আসামি করা হয়েছে। তার দাবি, হালিমা বেগমের অনৈতিক কর্মকাণ্ড দেখে ফেলায় লামিয়াকে হত্যা করা হয় এবং পরবর্তীতে নিরপরাধদের নামে মামলা দায়ের করা হয়।
তিনি লামিয়া হত্যার সাথে জড়িত প্রকৃত অপরাধীদের চিহ্নিত ও মামলার সঠিক তদন্তের জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন এবং নিরীহ গ্রামবাসীদের মুক্তির দাবি জানান।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...