Logo Logo

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেত্রকোণা সদর ও পৌর বিএনপির বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত


Splash Image

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেত্রকোনায় আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালীর আয়োজন করেছে।


বিজ্ঞাপন


বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় শহরের ছোটবাজারস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির সভাপতি মো. মজিবুর রহমান খান। সভার সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক তাজ উদ্দিন ফারাস সেন্টু।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান। এছাড়া জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডভোকেট মাহফুজুল হক, সাবেক যুগ্ম আহ্বায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাত, পৌর বিএনপির সভাপতি মেহেরুল আলম রাজু, সাধারণ সম্পাদক এস এম মোয়াজ্জেম হোসেন, জেলা শ্রমিক দলের সভাপতি আকিকুর রেজা খান খোকন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলায়মান হাসান রুবেল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. শামসুল হুদা শামীমসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সভা শেষে দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুরাতন কালেক্টরেট ভবনের উন্মুক্ত প্রাঙ্গণে গিয়ে সমাপ্ত হয়। র‌্যালীতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...