নেত্রকোণায় সাংবাদিক পরিচয়ে অনৈতিক সুবিধা দাবি, শেষে গ্রেফতার
বিজ্ঞাপন
নেত্রকোণায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসের এক অফিস সহকারীকে মারধরের ঘটনায় ভূয়া সাংবাদিক পরিচয়দানকারী অমিতাভ বিশ্বাস (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ।
নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী শাহনেওয়াজ জানান, খালিয়াজুড়ি উপজেলার কাদিরপুর গ্রামের অমর চন্দ্র বিশ্বাসের ছেলে অমিতাভ বিশ্বাস গত বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যান। সেখানে অফিস সহকারী মোহাম্মদ রাসেল হায়দারের কাছে নিজেকে “দৈনিক আমার সংবাদ” পত্রিকার নেত্রকোণা জেলা প্রতিনিধি পরিচয়ে অনৈতিক সুবিধা দাবি করেন।
অফিস সহকারী রাসেল হায়দার তাতে অস্বীকৃতি জানালে অমিতাভ তাকে হুমকি দেন। এ নিয়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা সৃষ্টি হলে অন্যান্য কর্মচারীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং তাদের অফিস থেকে বের করে দেন।
পরে একইদিন বিকেল সাড়ে তিনটার দিকে অফিস সহকারী রাসেল দুপুরের খাবার খেয়ে অফিসে ফেরার সময় অমিতাভ বিশ্বাস হঠাৎ তার উপর হামলা চালান। এ সময় অফিস প্রাঙ্গণে থাকা একটি গাছের ডাল ভেঙে রাসেলকে বেধড়ক মারধর করেন তিনি। রাসেলের চিৎকারে সহকর্মীরা এগিয়ে এসে তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার পর আহত রাসেল হায়দার বাদী হয়ে নেত্রকোণা মডেল থানায় মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুরে পুলিশ অভিযুক্ত অমিতাভ বিশ্বাসকে গ্রেফতার করে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...